সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে রুবেল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার লটাখোলা এলাকার মো. বাবুলের ছেলে এবং লটাখোলা তা’লীমুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিহতের পিতা মো. বাবুল জানায়, শুক্রবার সকালে রুবেল বিলাসপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যায়। শনিবার সকাল ১০টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নেমে রুবেল গভীর পানিতে ডুবে যায়। এ সময় নদীর পাড়ে থাকা লোকজন রুবেলকে পানিতে ডুবে যাওয়া দেখে তাকে বাঁচাতে তাৎক্ষণিক পানিতে ঝাপ দেয়।
পরে স্থানীয়রা প্রায় আধা ঘন্টা চেষ্টার পর পানির নীচ থেকে রুবেলকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।