সিনিয়র প্রতিবেদক :
বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিএনপির সভাপতি বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঢাকার দোহারে লিফলেট বিতরণ, পথযাত্রা ও বিক্ষোভ করেছে নারিশা ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জীবন বেপারী, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য শামীমা রাহিম শিলা, নারিশা ইউনিয়ন বিএনপির সভাপতি ভুলু খালাসি, সহ সভাপতি বাবুল মোড়ল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জিকু, যুগ্ম সম্পাদক শাহিন কাজি,সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক, যুবদল নেতা সিরাজ খালাসি, মোহাম্মদ আলী, আনিস রানা, রিয়াজুল খালাসি, মারুফ তালুকদার, শফিকুল, ছাত্রদল নেতা মোয়াজ, মারুফসহ অন্যন্য নেতাকর্মীগণ।