রিপন মোল্লা :
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আউলীয়াবাদ এলাকায় চির সবুজ সংঘ এর আয়োজনে দোহার-নবাবগঞ্জ প্রীমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে আউলীয়াবাদ চির সবুজ সংঘের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে যে দল গুলো অংশ করেছেন তারা হলেন মীরা মোসকান ক্রিকেট একাদশ, ডি.এন.বি. ক্রিকেট একাডেমি, আরিতা প্রবাসী কল্যাণ তহবিল, সমসাবাদ নাইট রাইডার্স, সিডনি স্টোন, শিলাকোঠা টাইগার্স, মীম মেডিকেল হল একাদশ ও উদয়ন উন্নয়ন সংস্থা।
এ সময় লটারীর মাধ্যমে আইকন প্লেয়ার ও এ ক্যাটাগরীর প্লেয়ারসহ সকল প্লোয়ারকে নিলামের মাধ্যমে কিনে নেন খেলায় অংশ গ্রহণকারী দল গুলো।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশের মেহনতি দুঃখি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বে মধ্যমায়ের দেশে পরিনত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ধনী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে মর্যাদা পাবে সে লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলছেন। তাই রাজনীতির ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে।
এ সময় চির সবুজ সংঘের সভাপতি হাজী দেওয়ান আব্দুল ওয়াসেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন আজাদ, দোহার উপজেলা আওয়ামী লীগের কার্য্যনির্বাহী সদস্য মোঃ স্বপন খান, সমাজ সেবক ও সুইজারল্যান্ড প্রবাসী সম্রাট শাহজাহান।
এ ছাড়াও চির সবুজ সংঘের সাধারণ সম্পাদক ডিএম সুরুজ ইসলাম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ প্রীমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর পরিচালনা কমিটির সদস্য জাহিদ হাসান, মোঃ নাহিদ হাসান, মোঃ রুবেল মাহমুদ, বিশ্বজিৎ, চঞ্চল, প্বার্থ শারাফাত, জাকির হোসেন, মোস্তফা, শান্ত ও দেওয়ান টুটুলসহ আউলিয়াবাদ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। এ খেলায় স্পনসর হিসেবে সার্বিকভাবে সহযোগিতা করেছেন মুক্তি ক্লিনিক ও ভিশন লিমিটেড।