সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কার্তিপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, আমাদের মাননীয় সাংসদ সদস্য সালমান এফ রহমান আবার আমাদের মাঝে নৌকা মার্কা নিয়ে আসবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আমরা সালমান এফ রহমানকে সংসদে পাঠাবো জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য, পৃথিবীতে আমরা মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনবো।
তিনি আরও বলেন, পড়াশুনার পাশাপাশি মন-মানসিকতার বিকাশ ও শরীর ঘঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই সবাইকে আরও ভালভাবে খেলতে হবে যেন জেলা পর্যায়ে আমরা ভাল ফলাফল করে এই বিদ্যালয়ের সুনামকে আরও বাড়িয়ে দিতে পারি।
এ সময় অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলী আহসান খোকন শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আব্দুস সালাম চৌধুরী, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ূব আলী।
কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারক-ই-আজম এর সার্বিক তত্ত্বাবধায়নে ও সিনিয়র শিক্ষক আব্দুস সোবহান ও সহকারী শিক্ষক পলাশ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ খোরশেদ, আওয়ামী লীগ নেতা মোঃ পিয়ার আলী, কালাম বিশ্বাস, অভিভাবক সদস্য ফরহাদ হোসেন, রবি মুন্সী, শহিদুল ইসলাম, মজনু আকন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জাহিদা আক্তার, বিদ্যোৎসাহী সদস্য ইমরান হোসেন বুলবুল, শিক্ষক প্রতিনিধি আবু মোহাম্মদ হুমায়ূন কবীর, মোঃ কামরুজ্জামান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নিপা মহন্তসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্যদের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন মাঠ তত্ত¡াবধায়ক ক্রীড়া শিক্ষক বাবু নগেন্দ্র কুমার সরকার ও সহকারী শিক্ষক আতোয়ার ইবনে হাবিব এবং স্কাউটস ও গার্লস গাইড দল।
অনুষ্ঠানে শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।