31 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নবাবগঞ্জের আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইনের স্বনামধন্য বিদ্যাপীঠ আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ্যতার জন্য খেলাধুলার বিকল্প নেই। সুস্থ্য যুবসমাজ একটি দেশের জন্য বিশেষ গুরুত্ববহন করে। মাননীয় প্রধানমন্ত্রী তাই ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সুস্থ্য ও স্মার্ট যুবসমাজ প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করছেন। যাতে করে দেশ এবং জনগণ মেধামননে স্বাবলম্বি হতে সচেষ্ট হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাদল, মদনখালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. বাহারুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীনা দাস।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু, আওয়ামী লীগ নেতা তপন বার্ণার্ড গমেজ, শামীমূল আহাদ রনক, বীর মুক্তিযোদ্ধা মনজুর হোসেন, স্বে”ছাসেবক লীগের শেখ সেলিম, যুবলীগের, মো. নূর আলম, এস এম তিতাস, মৎস্যজীবী লীগের রমজান আলীসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিরা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!