সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় লটাখোলা উচ্চ বিদ্যালয়ের ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয় এর মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আব্দুস সালাম চৌধুরীর নিজস্ব অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গণে ৫২তম শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।
লটাখোলা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহমান আকন্দের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লায়ন আব্দুস সালাম চৌধুরী, দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসান, ১নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর মুবিন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নবী হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আগত অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তোলে দেন।