23 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

নবাবগঞ্জে ‘গরিবের বাজার’ নামক বাজার উদ্ভোধন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
“প্রয়োজন যতটুকু, কিনুন ততোটুকু” এই শ্লোগানকে প্রতিপাদ্য বিষয় করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার তৈরি হয়েছে ‘গরিবের বাজার’ নামক একটি বাজার। আর এ বাজারে বাজার দরের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের ক্রেতারা যখন দিশেহারা ঠিক তাদের সুবিধার জন্য এ বাজারে প্রয়োজনীয় নিত্যপণ্যের মূল্যের অর্ধেক দামে পণ্য দিচ্ছে ‘গরিবের বাজার’।

বাজারটির ক্রেতা মূলত নিম্ন আয়ের মানুষ। কেউ রিকশা চালক, কেউ দোকান কর্মচারী, কেউ শ্রমিক। তাই স্থানীয়ভাবে বাজারটি ‘গরিবের বাজার’ বলেই পরিচিত। প্রবাসী মজিবুর রহমান মিলন এ মহতি কাজের উদ্যোক্তা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ভয়েস এশিয়ান ডট নিউজের আয়োজনে উদ্বোধনী দিনে প্রায় ৫০টি পরিবারের মাঝে ১৬ ধরণের পণ্য বাজার মূল্যের অর্দেক দামে দেয়া হয়।

সরেজমিনে দেখা যায়, এ বাজারে আসা প্রত্যেককে ৩ কেজি করে মিনিকেট চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি আটা, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, ৫০ গ্রাম হলুদ, ৫০ গ্রাম মরিচ, ৮টি ডিম, এক প্যাকেট নুডুলস, ১টি সাবান, ১ কেজি ওয়াসিং পাউডার, ২ পাতা নাপা ট্যাবলেট, গ্যাসটিকের ওধুধ ২ পাতা, ৫ প্যাকেট খাবার স্যালাইন। এসব গুলো পণ্য মাত্র ৬৫০ টাকা প্যাকেজে দেয়া হয়।

আসন্ন রমজান উপলক্ষে এ বাজারের আয়োজন করেছেন বলে জানান উদ্যোক্তারা। রমজান মাসেও এসব পণ্য পাওয়া যাবে বলে আয়োজকরা জানান।

‘গরিবের বাজার’-এর উদ্যোক্তা মজিবুর রহমান মিলন বলেন, ঢাকা ও চট্টগ্রামে প্রাথমিকভাবে এই বাজার পরিচালিত হলেও আগামীতে এর প্রসার ঘটবে পুরো দেশ জুড়ে। আগামী রমজানে আমরা এইধারা অব্যাহত রাখতে চাই। আমি সব সময় দেশের কঠিন সময়গুলোতে অসহায়, দরিদ্র মানুষের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ্।

মজিবুর রহমান মিলনসহ উদ্বোধন করেন ভয়েস এশিয়ানের এডিটর এন্ড সিইও ও বিটিভির আইসিটি প্রোগ্রাম প্ল্যানার ইঞ্জিনিয়ার মোশাররফ জুয়েল এবং নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক অজিত কুমার রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা ডা. মোহাম্মদ হোসেন, ব্যাংকার সফিউল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মজিবুর রহমান মিলন, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম) এর উদ্যোক্তা ও সহ-সভাপতি। এর পাশাপাশি তিনি সেই দেশের বাঙ্গালী কমিউনিটির কাছে একজন সফল বিজনেস লিডার হিসেবেও পরিচিত। দেশের যেকোন দুর্যোগের মুহুর্তে তিনি অসহায়দের পাশে তার সেবার হাত প্রসারিত করেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!