32 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

নবাবগঞ্জের কান্দা খানেপুর বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৭নং কান্দা খানেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম আলী এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মধ্যম আয়ের দেশ থেকে আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এবার স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ গড়ার। আজকে যারা শিক্ষার্থী রয়েছো, আগামী দিনে তোমরাই হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের নাগরিক। এ সময় শিক্ষার্থীদের স্মার্টভাবে তৈরি করতে শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ পিপিএম অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন।

এ সময় (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করতে হবে। যারা খেলাধূলা করে তারা সমাজ উন্নয়নে ভুমিকা রাখে। তাদের দ্বারা সমাজে অপরাধ কম হয়, তাই খেলাধূলায় মগ্ন থাকতে হবে।

নাজমুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়নশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাশ চৌধুরী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনুদ্দিন, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ইউপি সদস্য হাসমত আলী বেপারী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শক্তি খন্দকার, সমাজ সেবক আলাউদ্দিন, মোহাম্মদ আলী, আফসার উদ্দিন, সোহরাব হোসেন, সাবেক ইউপি সদস্য আনিসুল ইসলাসহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!