নিজস্ব প্রতিবেদক :
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ ২ মাস কারা ভোগ করার পর মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বের হন।
এ সময় কারাগার গেটের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি শিমুল বিশ্বাস ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ অনেক বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলের মালা পড়িয়ে দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়া পল্টন এলাকায় বিএনপির কার্যালয় থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে।