নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড এর উদ্যোগে ‘ইউজার, রিটেইল এবং মেশন মিট’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় দোহারের জয়পাড়ার সালমা ট্রেডার্স এর আয়োজনে উপজেলার বান্দুরা এলাকা একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাতের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নুর মাহবুব হাসান। বিশেষ অতিথি জয়কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন, সাবেক নয়নশ্রী ইউপি সদস্য টমাস রোজারিও।
বান্দুরা নবীন স্মৃতি সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সদরুল আহসান, আবুল মোল্লা এবং আব্দুর রউফ মোল্লা, জিপিএস ইস্পাতের টেকনিক্যাল সাপোর্ট অফিসার ইঞ্জিনিয়ার সুব্রত সূত্রধর, টেকনিক্যাল অফিসার ইঞ্জিনিয়ার মোঃ ইব্রাহিম সরদারসহ আরও অনেকে।