নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদ :
ঢাকার নবাবগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান ভ‚ইয়া কিসমত অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামন তরুন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষিত হওয়ার পাশাপাশি তোমাদের ভালো মানুষ হতে হবে। যাতে তোমাদের মাধ্যমে সমাজের সাধারণ মানুষের উপকার হয়। কারণ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামী দিনে নের্তৃত্ব দেবে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, বারুয়াখালী ইউপি চেয়ারম্যান এমএ বারী মোল্লা বাবুল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মো. আব্দুস সালাম, সুজন বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ানসহ আরও অনেকে। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।