সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি এলাকায় সরকারি খাস জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে একটি ভেকু আটক করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এক অভিযান পরিচালনা করে এ ভেকু আটক করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি এলাকায় সরকারি খাস জমিতে অবৈধ ভাবে মাটি কেটে নিচ্ছে ভমিদস্যুরা এমন সংবাদের অভিযোগ পেয়ে এক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ওই স্থানে একটি মালিকবিহীন ভেকু আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম বলেন, ভূমিদস্যুরা সরকারী জমি থেকে মাটি কেটে নিচ্ছে এমন সংবাদের অভিযোগে অভিযান পরিচালনা করে একটি মালিকবিহীন ভেকু আটক করা হয়। তবে এ কাজে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।