নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে আলোচনা ও ইমাম সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) বেলা ১২টায় উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়।
এ সময় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক একেএম ফজলুর রহমান। বিশেষ অতিথি নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান এর সভাপতিত্বে ফিল্ড সুপারভাইজার রফিকুল ইসলামসহ ১৪টি ইউনিয়নের সুপারভাইজার ও ইমামগণ উপস্থিত ছিলেন।