নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় মাসব্যাপী কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ জানুয়ারী) বিকেলে জয়পাড়া ইউনিয়ন তন্তুবায় সমবায় সমিতির আয়োজনে উপজেলার নারিশা ইউনিয়নের শেরে বাংলা খেলার মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে মেলা উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এ সময় মাসব্যাপী এই কুটির শিল্পো মেলায় দেশীয় প্রক্রিয়ায় তৈরি কুটির শিল্পের নানারকম সামগ্রী পাওয়া যাবে বলে জানান মেলার আয়োজকরা।
জয়পাড়া ইউনিয়ন তন্তুবায় সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম শুকুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র মোঃ আলমাস উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোড়ল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজসহ আরও অনেকে।