রিপন মোল্লা :
অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা এলাকায় “শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ” ২০২২-২৩ (সিজন-৩) টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারী) সন্ধায় শিলাকোঠাবাসীর জমকালো আয়োজনে শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় “শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ” ২০২২-২৩ (সিজন-৩) এর শিলাকোঠা বেস্ট ইলেভেন দলের এ ক্যাটাগরি প্লেয়ার তাফসীর হোসেন রবিন এর অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেধনা প্রকাশ করেন অনুষ্ঠানের অতিথি, আয়োজক ও দর্শকবৃন্দরা এবং অনুষ্ঠানের সকলেই এক মিনিট দাঁড়িয়ে থেকে নিরবতা পালন করেন।
অনুষ্ঠানে শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের চারজন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ ২০২২/২৩ (সিজন-৩) এর ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের আহবায়ক ও শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট রমজান আলী শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রমজান আলী শিকদার বলেন, আপনারা একটি মাঠের কথা বলছেন। আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা জায়গার ব্যবস্থা করতে পারলে আমি তাৎক্ষনিক ভাবে পাঁচ লক্ষ টাকা দেব। আর শুধু আমি একা নয়, আরো আমার যারা শুভাকাঙ্খিরা আছেন তারা এই মাঠ তৈরির বিষয়ে সহযোগিতা করবে। আর এটা শুধু আপনাদের একার স্বপ্ন নয় এটা আমারও স্বপ্ন। এই শিলাকোঠায় শুধু খেলার মাঠ নয়, এখানে স্কুল হয়েছে, কলেজ হয়েছে, মাদ্রাসা আছে এখন একটি উন্নতমানে হাসপাতাল তৈরি করা হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এই ধরনের ভাল কাজের সাথে আমি সব সময় আপনাদের পাশে থেকে আর বড় পরিশরে সার্বিকভাবে সহযোগিতা করবো।
শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ ২০২২-২৩ (সিজন-৩) এর আয়োজকরা জানান, আমাদের এই খেলাটির মূল উদ্দেশ্যেই হচ্ছে আজকের এই তরুন যুবকদের জন্য। তারা যেন কোন খারাপ কাজে বা পথ ভ্রষ্ট হয়ে সামাজিক অবক্ষ্যয়ের পথে চলে না যায়। খেলার মধ্যে দিয়ে যুবকদের ভাল কাজে উৎসাহিত করা আমাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুবকদের সচেতন করে ভালভাবে পড়া-শুনার পাশাপাশি খেলার প্রতি উৎসাহিত করা।
আয়োজকরা আরও বলেন, আজকের এই শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ ২০২২-২৩ (সিজন-৩) এর আয়োজনের জন্য আমাদের এলাকার অনেকেই অনেক শ্রম-ঘাম দিয়েছেন, আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের শিলাকোঠা এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা এই অনুষ্ঠানটি সফল করতে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি ভালোবাসাসহ অনেক অনেক চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।
ফাইনাল খেলায় সুলতান অফ শিলাকোঠা বনাম শিলাকোঠা ভেটারান্স অংশ গ্রহন করেন। প্রথমে সুলতান অফ শিলাকোঠা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে শিলাকোঠা ভেটারান্স দল নির্ধারিত ১৫ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয়। তার জবাবে ১৩৬ রানের টার্গেট নিয়ে সুলতান অফ শিলাকোঠা খেলতে নেমে ১৫ ওভারে আট উইকেট হারিয়ে ১৩২ রান করে পরাজিত বরণ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও হাজার হাজার দর্শকদের আনন্দ উল্লাসে মেতে উঠে মাঠের কানায় কানায়। খেলায় সব থেকে নারী দর্শকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। খেলায় ম্যান অফ দি ম্যাচ হন বিজয়ী দল শিলাকোঠা ভেটারান্স দলের মোঃ ইয়াসিন এবং ম্যান অফ দি সিরিজ দিপু নির্বাচিত হন।
শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ এর আহবায়ক মোঃ হুমায়ূন কবির মোয়াজ্জেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীলাকোঠা নাইট ক্রিকেট লীগ এর প্রধান উপদেষ্টা লুৎফর রহমান মোল্লা, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, কোঠাবাড়ী কলেজেরে প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মহসিন উদ্দিন আহমেদ দিপু, অ্যাভোকেট মোতাহার হোসেন, ভেটেরান্স স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান লাখু, কোঠাবাড়ী প্রোপার্টিসরে ম্যানেজিং ডিরেক্টর মোঃ হান্নান মিয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মশিউর রহমান মোল্লা, তিতাঁস গ্যাসের উপ-ব্যবস্থাপক আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ার পারভেজ (হবি), শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ূব আলী, প্রবাসী রিপন মোল্লা, প্রবাসী লিটন শেখ, প্রবাসী আক্কাছ কাজী, প্রবাসী কাউসার মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম বেপারী, ব্যবসায়ী আব্দুল আহাদ, ব্যবসায়ী সাইফুল ইসলাম রুবেল, ব্যবসায়ী নজরুল ইসলাম, ব্যবসায়ী মোশারফ হোসেন বেপারী, ব্যবসায়ী শাহজাহান কাজী, কুসুমহাটি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইস্রাফিল হোসেন, সমাজ সেবক আসাদুজ্জামান সেলিম।
এ সময় মোঃ রবিউল আউয়াল ও আবুল খায়ের রুবেল এর সঞ্চালনায় এবং খন্দকার জহিরুল ইসলাম চঞ্চল এর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাওন ইসলাম বাদশা মন্ডল, জাহিদ মন্ডল, আরিফ মোল্লাসহ শিলাকোঠা এলাকার একঝাঁক উদয়মান তরুন-তরুণী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ হাজার হাজার দর্শকবৃন্দ।
খেলাটির ধারাভার্ষে ছিলেন প্লাবন পলাশ ও আশ্রাফ হোসেন খান এবং আম্পায়ারের দায়িত্বে ছিলেন ওয়াসিম হোসেন ও জুলহাস হোসেন। পরে খেলা শেষে বিজয়ী দলের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।