নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় “দোহার অর্গানিক এগ্রো” এর আয়োজনে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার জয়পাড়া কলেজ মাঠে এ মেলা ও পিঠা উৎসবের আয়োজন করেন।
দোহার অর্গানিক এগ্রোর এডমিন মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম। মেলার উদ্বোধন করেন কাঠালিঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া।
দোহার অর্গানিক এগ্রোর এডমিন মো. রাজিব শরীফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, বিশিষ্ট সমাজসেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী, অষ্ট্রেলিয়া প্রবাসী হটিকালচারিস্ট কালাম খান, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদসহ আরও অনেকে।