32 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

নবাবগঞ্জের বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপি বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হতে হবে। এতে সামাজিক বিশৃঙ্খলা ও সামাজিক অবক্ষ্যয় কমে যায়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলায় উদ্বুদ্ধ করতে খেলাধুলার সুযোগ করে দিয়েছেন। দেশের প্রতিটি ক্ষেত্রে খেলাধুলাকে প্রাধান্য দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে আগামী প্রজন্মকে খেলাধুলায় মনোনিবেশ করার উপর জোর দেয়ার তাগিদ দিতে হবে।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল, শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমোর রহমান খান পিয়ারা, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক ফারুক শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ মোল্লা, সাধারণ সম্পাদক সোহেল রহমান সিকদার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু সহ আওয়ামী লীগ নেতা- তপন বার্নার্ড গমেজ, শামীমূল আহাদ রনক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সেলিম খান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক মোল্লা, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহীনসহ আরও অনেকে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!