সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইয়াবাসহ শফুর নামে এক মাদক কারবারীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারী) উপজেলার কোমরগঞ্জ এলাকা থেকে মাদক কারবারী শফুরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ পিপিএম এর নেতৃত্বে নবাবগঞ্জ থানার এসআই তানভীর শেখ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কোমরগঞ্জ এলাকা থেকে শফুরকে আটক করে। পরে তার কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।