সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৬টি চোরাই গরুসহ একটি ট্রাক জব্দ করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৩ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দিঘিরপাড় মসজিদ সংলগ্ন এলাকা থেকে ৬টি গরুসহ এ ট্রাকটি জব্দ করা হয়। গরু ৬ টির মালিক উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সোহাগ মিয়া।
ভুক্তভোগী সোহাগ মিয়া জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বাড়ির গোয়ালঘর থেকে অজ্ঞাত চোর প্রায় ৬ লাখ টাকা মূল্যের ৬টি গরু চুরি করে নিয়ে যায়। বাড়ির কেয়ারটেকার ফজলুর রহমান গরু চুরির বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক নবাবগঞ্জ ও দোহার থানা পুলিশকে জানান। থানা পুলিশ অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে উপজেলার দিঘিরপাড় মসজিদ সংলগ্ন এলাকা থেকে ৬টি গরুসহ ট্রাকটি উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মৃত্যুঞ্জয় কুমার কির্ত্তনীয়া জানান, গরু চুরির সংবাদ পেয়ে প্রধান সড়কগুলোতে পুলিশ অভিযান চালায়। রাত আড়াইটার দিকে ঢাকা-বান্দুরা সড়কের দিঘিরপাড় মসজিদ সংলগ্ন এলাকায় ঢাকা মেট্রো ড-১২-৩০৪২ নম্বরের একটি ট্রাক থামালে চালকসহ চোর চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাকসহ ছয়টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে কোর্টের আদেশ পেলে গরুগুলো মালিককে ফিরিয়ে দেওয়া হবে।