সিনিয়র প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সড়ানো এত সহজ নয়, প্রধানমন্ত্রীকে সড়াতে হলে আপনারা নির্বাচনে আসেন, মানুষের মন জয় করেন, ভোট চান, যদি মানুষ আপনাদের ভোট দেয় তাহলে তাদের ভোট নিয়ে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সড়াতে পারবেন। সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে ঢাকার দোহার উপজেলার নারিশা সুইচগেইট সদর বেপারী খাল খননের শুভ উদ্বোধনকালে বিএনপিকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান এমপি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ১০ তারিখে আমাদের এই সরকার উচ্ছেদ করতে চেয়েছিল কিন্তু তারা তা পারিনি। বিএনপি অনেক চেষ্টা করেছে সরকারকে উচ্ছেদ করতে কিন্তু তারা সফল হয়নি। কারন তারা জনগণের সাথে নেই, তাই আমি বিরোধীদেরকে বলবো যে আপনারা আগে জনগণের কাছে যান। সাধারন মানুষের মন জয় করুন।
এমপি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে, তিনি গত একনেক সভায় দোহার ও নবাবগঞ্জে পদ্মানদী বাঁধ নির্মানের জন্য ২০১১ কোটি টাকার অনুমোদন দেন।
তিনি বলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ১০ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যায়ে ৫টি খাল খননের কাজ শুরু করা হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই ৫টি খাল খননের কাজ শেষ হবে। খালগুলো হলো নারিশা ইউনিয়নের মেঘুলার ঝৃষিবাড়ি খাল, নারিশা সুইচগেইট সদর বেপারী খাল, সাহেবখালী খাল, নবাবগঞ্জের পাতিল ঝাপ-১ ও ২ খাল। এর ফলে দোহারবাসীকে আমি যে কথা দিয়ে ছিলাম সেটি রাখতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি বাংলাদেশের চলমান যে উন্নয়ন করেছে তা দেখে বিদেশীরাও প্রসংশা করেছেন।
পরে নারিশা ইউনিয়ন পরিষদ মাঠে কৃষকদের ফসল আবাদের জন্য কৃষি উপকরন, শীতার্থ মানুষের মাঝে কম্বল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় বিনামুল্যে ওষধ সরঞ্জাম বিতরন করেন সংসদ সদস্য সালমান ফজলুর রহমান এমপি।
এর আগে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃস্কুল ও আন্তঃ মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি থেকে তিনি পুরস্কার বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী এম এল সৈকত, পৌর মেয়র মো.আলমাছ উদ্দিন, দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোবাশ্বের আলম, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি একলাল উদ্দিন আহমেদ, লায়ন আব্দুস সালাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সংসদ প্রতিনিধি হৃদয় মিয়া, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান, দোহার-নবাবগঞ্জ সার্কেল (এএসপি) আরিফুর ইসলাম, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালসহ আরও অনেকে।
এর আগে নবাবগঞ্জে দুপুর ১২টা ৩০ মিনিটে নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনের উদ্বোধন করেন ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান।এ সময়ে তার সফরসঙ্গী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব আবুল মনসুর, প্রত্মতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, দোহার পৌরসভার মেয়র মো. আলমাস উদ্দিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিকদার, নবাবগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নবাবগঞ্জ থানা ওসি সিরাজুল ইসলাম শেখসহ আরও অনেকে।