সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় রাস্তার ওপর হাতি দিয়ে টাকা তোলার সময় হাতির ধাক্কায় ২ জন আহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারী) বিকেলে উপজেলার দোহার কাজী বাড়ির মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো- দোহার উপজেলার দোহার ঘাটা গ্রামের মো. আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী শাহানাজ বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দোহার ঘাটা গ্রামের মো.আব্দুল কাইয়ুম তার স্ত্রী শাহানাজ বেগমকে সাথে নিয়ে দোহার বাজার থেকে রিক্সাযোগে জয়পাড়া যাওয়ার পথে কাজী বাড়ি মোড় পার হলে এক হাতির মুহিত হাতি দিয়ে টাকার জন্য তাদের গতিরোধ করে। এ সময় দাবিকৃত টাকা দিতে দেরি হলে হাতির মুহিত হাতি দিয়ে তাদের রিক্সাকে ধাক্কা দিলে রিক্সা উল্টে মো. আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী শাহানাজ বেগম ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে আহত মো. আব্দুল কাইয়ুম বলেন, আমার স্ত্রীকে সাথে নিয়ে জরুরি কাজে রিক্সাযোগে জয়পাড়া যাওয়ার সময় পথের মাঝে হঠাৎ হাতির এক মুহিত হাতি দিয়ে জোরপূর্বক আমাদের গতিরোধ করে টাকা দাবি করে। টাকা দিতে দেরি হওয়ায় আমাদের রিক্সা হাতি দিয়ে ধাক্কা দিলে আমরা রিক্সা থেকে পড়ে গিয়ে আহত হই। রাস্তার ওপর হাতি দিয়ে জোরপূর্বক টাকা তোলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন।