সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জানুয়ারী) নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম শেখের নিদের্শনায় নবাবগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দিঘীরপাড় ও চন্দ্রখোলা নয়াহাটি এলাকা থেকে পেশাদার ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকের পর তাদের কাছে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, আটককৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।