নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৫১তম জাতিয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানয়ারি) বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা সমিতি এ প্রতিযোগিতার আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলান পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাধেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজালাল। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল, সদস্য ইউসূফ হারুন টিপুসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিবৃন্দরা।