সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় আলী হাসান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৪ জানুয়ারী) বিকেলে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলী হাসান উপজেলার গালিমপুর চাঁনহাটি এলাকার বাহাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে আলী হাসান তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে গালিমপুর যাচ্ছিল। বাড়ি থেকে গালিমপুর-জয়পাড়া সড়কে বের হলে দ্রুতগামী মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি রিক্সাকে থাক্কা দিলে আলী হাসান ছিটকে রাস্তার ওপর পড়ে যায়।
এ ঘটনায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলী হাসানকে উদ্ধার করে। পরে তার স্বজনরা রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন। শনিবার বিকাল ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলী হাসানের মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় এসে কেউ লিখিত অভিযোগ করেনি।