সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার চরকুশাই মেডিকেল সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও নসিমনের মখোমুখি সংঘর্ষে মোঃ ইমরান খান (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জানুয়ারী) বিকেল সোয়া চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইমরান সুন্দরীপাড়া এলাকার আব্দুল মান্নান খান এর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, নিহত ইমরান তার নিজস্ব কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে জয়পাড়া যাওয়ার পথে চরকুশাই মেডিকেল সংলগ্ন এলাকায় এলে কার্তিকপুর মুখী এক নসিমন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটরসাইলে নিয়ে রাস্তার পাশেই লুটিয়ে পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ সময় নিহতের পরিবারের আহাজারীতে ভারী হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণ।
এ ঘটনায় দোহার থানা ওসি মোঃ মোস্তফা কামাল বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।