27 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নবাবগঞ্জে প্রবাসীর বসতিহীন বাড়িতে বসতঘর পুড়ে ছাই

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক প্রবাসীর জনহীন বসতঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ জানুয়ারী) ভোররাত ৩টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব কৈলাইল গ্রামের প্রবাসী আইয়ুব আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তার পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়েছেন বলে জানা গেছে।

কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহম্মেদ অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত আইয়ুব আলীর বাড়িতে ছুটে যান এবং তাদের খবর নেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার প্রবাসীর স্ত্রীসহ ছেলে বৌরা বেড়াতে যাওয়া ঘর জনশূণ্য ছিল। শনিবার ভোররাত তিনটার দিকে এলাকাবাসী ঘরের ভিতর থেকে আগুনের ফুলকি বের হতে দেখেন। এলাকাবাসী দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে বসত ঘর ও আসবাবপত্র সহ সকল মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আইয়ুব আলীর পরিবারের সদস্যরা জানান, শুক্রবার পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ভোর রাতে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে তাদের ২৭ বন্দের একটি চৌ-চালা টিরকাঠের ঘর ও বারান্দা, ঘরে থাকা ফ্রিজ, আলমারি সহ ফার্নিচার সহ মূল্যবান কাগজপত্র আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনার পর সকালে কৈলাইল ইউনিয়নের চেয়ারম্যান ঘটনাস্থল পরির্দশন করেছেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান দুর্ঘটনার খবর পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, কৈলাইল ইউনিয়নের চেয়ারম্যানকে দুর্ঘটনাস্থলে যেতে বলা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিয়েছেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!