নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিলে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পরে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার পৌরসভার মেয়র মো. আলমাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, যুবলীগ সভাপতি মু. আলমাস উদ্দিন, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ চোকদারসহ উপজেলার কৃষকলীগ, স্বেচ্ছা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।