নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবস পালন করেছেন উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় আওয়ামী লীগের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সাফিল উদ্দিন মিয়া, ফজলুল হক ফজল, মো. হুমায়ূন কবির, প্রবীর কুমার সাহা, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম, জিয়াউল ইসলাম মিথু, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খানসহ আরও অনেকে।