নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শিক্ষার উন্নয়নে অভিভাবকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার শোলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ভিশন ইম্পেরিয়াম রিগ্যাল ইম্পেরিয়াম, বেস্টবাই, ওয়াকার ফুটওয়্যার, রেইনবো, বিজলী ও টেস্টিট্রিট এর আয়োজন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত হোসাইন, ভিশন ইম্পেরিয়ামের উপজেলা ব্যবস্থাপক শুভাশিস গোস্বামী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সাত্তার ফকির, প্রধান শিক্ষক নূরজাহান আক্তার, সমাজকর্মী ফয়েজ হোসেন, সাংবাদিক ফিরোজ হোসেন, ইউপি সদস্য আয়নুল হক, পরান ফকির, শেখ শাহীনসহ আরও অনেকে।
এর আগে বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও অভিভাবকদের তীর নিক্ষেপ খেলার আয়োজন করা হয়।
এছাড়াও এ মাসে যাদের জন্ম তারিখ তাদের জন্মদিন পালনে কেক কাটা হয়। পরে সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সেই সাথে বিদ্যালয়ের কার্যক্রম বেগবান করতে অভিভাবক ও এলাকাবাসীর সহায়তার আহ্বান জানান অতিথিবৃন্দ।