সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রেবা আক্তার নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারী) নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর নেতৃত্বে নবাবগঞ্জ থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় উপজেলার পাড়াগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী রেবা আক্তারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী রেবা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের কারা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, গ্রেপ্তারকৃত রেবা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।