সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে চাঁদা দাবি করায় আব্দুল আহাদ ভূঁইয়া ওরফে সুজয় (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বিকেলে এ ঘটনা ঘটে।
আটককৃত সুজয় কলাকোপা ইউনিয়নের রাজারামপুর গ্রামের মো. রমজান ভূঁইয়ার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা উজ্জল হোসেন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন বলে জানা গেছে।
উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা উজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার ব্যাডমিন্টন খেলার কথা বলে অফিসে এসে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা টাকা দিতে রাজি না হওয়ায় সে আমাকে হুমকি প্রদান করে। বিষয়টি আমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে জানালে তিনি সাথে সাথে অফিসে এসে সুজয়কে ধরে পুলিশে সোপর্দ করে।
তিনি আরও বলেন, সুজয় প্রায় সময় ভূমি অফিসে এসে চাঁদা দাবি করতো। গত ৩১ ডিসেম্বর থার্টিফাষ্ট নাইট উদযাপন উপলক্ষে চাঁদার জন্য অফিসে এলে তাকে কিছু টাকা দেওয়া হয়।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হালিম বলেন, এ ঘটনায় চাঁদাবাজ সুজয়কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন, আটককৃত আব্দুল আহাদ ভূঁইয়া সুজয়ের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারী) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।