নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির অর্থায়নে ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রায় সাড়ে ৩শ’ শীতার্ত মানুষ সুশৃঙ্খল ভাবে কম্বল গ্রহন করেন। তালিকা অনুযায়ী ৯টি ওয়ার্ড নের্তৃবৃন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নাম ডেকে হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জয়কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চন্দ্র বসাক, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার, নারী নেত্রী রিতা সুলতানা বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এনামুল হক মিলন, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, সাহেব আলী, রজ্জব মোল্লা, জুলফিকার আলি, সোহরাব খান, মোসলেম বেপারী, চন্দন সরকার, শামীম মোল্লা, এমারত হোসেন বিপ্লব, মো. সৈজদ্দিন, মো. আলাউদ্দিন, মহিলা লীগ নেত্রী তাসমীন আক্তার মেরী, কাজল আক্তার, রেহানা বেগমসহ আরও অনেকে।