নবাগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
শিক্ষায় উদ্বুদ্ধ করতে ঢাকার নবাবগঞ্জের ১২০নং নাওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় ভবনের ৩য় তলায় এ অনুষ্ঠান করা হয়। এ সময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও অভিভাবকদের তীর নিক্ষেপ খেলার আয়োজন করা হয়।
এছাড়াও এ মাসে যাদের জন্ম তারিখ তাদের জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা হয়। পরে সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সেই সাথে বিদ্যালয়ের কার্যক্রম বেগবান করতে অভিভাবক ও এলাকাবাসীর সহায়তার আহ্বান জানান অতিথিবৃন্দ।
ভিশন এম্পোরিয়াম ও আরএফএল এর সকল শো রুম নবাবগঞ্জ, ঢাকা এর আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাহ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ড. সাফিল উদ্দিন মিয়া।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত হোসাইন ও মোখলেছুর রহমান, ভিশন এম্পোরিয়াম নবাবগঞ্জ শাখা এর ব্যবস্থাপক শুভাশিস গোস্বামী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন তেলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধন্য রাজবংশী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃষ্ণা ইয়াসমিন, শিক্ষক রাজিব গোস্বামীসহ অনেকে।