সিনিয়র প্রতিবেদক :
“এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন” ও একুশের কন্ঠ পত্রিকা’র উদ্যোগে ঢাকার দোহার উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) দুপুরে উপজেলার পদ্মানদী তীরবর্তী মাহমুদপুর ইউনিয়নের ২ শতাধিক ব্যক্তির হাতে কম্বল তুলে দেন দক্ষিণ কেরাণীগঞ্জ হাসনাবাদ এলাকার বাসিন্দা ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরে আলম জিতু সরদার তার নিজ অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়।
এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক আজহারুল হক জনসাধারনের উদ্দেশ্যে এসময় বলেন, মানব সেবার ব্রত নিয়ে এই সংগঠনটির পথচলা প্রায় ১ যুগেরও বেশী সময়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানব সেবায় কাজ করে আসছে। এসময় তিনি দেশের বিত্তবান মানুষকে শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন একুশের কন্ঠ পত্রিকার সম্পাদক আলম হোসেন, মাহমুদপুর ইউপি সদস্য আবুল কাশেম, মানবাধিকার কর্মী নাসির উদ্দিন পল্লব, রাশেদ খন্দকার, সংবাদিক আবুল হাশেম ফকিরসহ স্থানীয় সুধীজন।