নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকা জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের নির্দেশে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপায় দীর্ঘদিন ধরে বেআইনীভাবে দখলে থাকা ‘ব্রজ নিকেতন’ নামে বর্তমানে জর্জ বাড়ি খ্যাত অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (৩১ ডিসেম্বর) বিকালে বাড়িটি দখল মুক্ত করে ‘ইহা সরকারি সম্পত্তি’ এবং বিনা অনুমতিতে ভেতরে প্রবেশ নিষেধ নোটিশ টাঙিয়ে দেয়া হয়। বাড়িটির সামনে ও চারপাশে পুলিশ ও আনসার সদস্যদের পাহাড়া বসানো হয়েছে।
উপজেলা ভ‚মি অফিস সুত্রে জানায়, নবাবগঞ্জ উপজেলার কলাকোপায় তৎকালীন জমিদার ব্রজেন রায় ওরফে সুদর্শন রায় কর্তৃক প্রায় দুইশ বছর পূর্বে ব্রজ নিকেতন নামে প্রাসাদটি নির্মিত। এটি বাংলাদেশ সরকারের অর্পিত সম্পত্তি তালিতাভ‚ক্ত। যাহা হযরতপুর মৌজাস্থিত অর্পিত সম্পত্তির কেস নং ১২৮৩/৬৭ ও ৩৪৭/৮৫ এর আওতাধীন এস এ দাগ ২৯,২৮, ২৭ নং দাগে ১ একর ৫৫ শতাংশ ভ‚মি অর্পিত সম্পত্তি হিসেবে গেজেটভ‚ক্ত রয়েছে। কিন্তু বহু বছর ধরে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও তার সহোদর ভাই অবসরপ্রাপ্ত জেলা জজ আবুল হোসেন এবং আবুল কালাম খন্দকারসহ তার পরিবারের অন্যান্য সদস্যগন অবৈধভাবে এই ‘ব্রজনিকেতন’ দখলে রেখেছেন। ঢাকা জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের নির্দেশে গত ৩১ ডিসেম্বর ব্রজ নিকেতন কে অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে। বর্তমানে এই ঐতিহাসিক স্থাপনা ও সম্পত্তি সরকারের দখলে রয়েছে।
এ বিষয়ে তফসিলভ‚ক্ত সম্পত্তি মালিকানা দাবী করে খন্দকার আবুল কালাম বলেন, এটি আমাদের ক্রয়কৃত সম্পত্তি ভুলবশতঃ ২০১২ সালে অর্পিত তালিকাভ‚ক্ত হয়েছে। অবমুক্ত চেয়ে অর্পিত ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছি। মামলা চলমান। দখল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার)।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মতিউর রহমান জানান, যেহেতু এটি সকারি সম্পত্তি তাই সরকারের দখলে থাকাটাই স্বাভাবিক। সেই সাথে ঢাকা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে গত ৩১ ডিসেম্বর বাড়িটির অবৈধ দখলদার থেকে মুক্ত করা হয়েছে। পুলিশ পাহাড়ার বিষয়ে বলেন, সেখানে কিছুদিন আগে অপ্রীতিকর ঘটনা ঘটার কারণে পুলিশ ও আনসার সদস্যদের পাহাড়া বসানো হয়েছে।