নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক:
ঢাকার নবাবগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ছায়া নীড় কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) দুপুরে জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল হাজ্বী মার্কেটে অবস্থিত নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও খাবার বিতরণের আয়োজন করা হয়।
একই সময় জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর, ঘোষাইল ও কঠুরি এলাকার মাদ্রাসাগুলোতেও রান্না করা খাবার পৌছে দেন এ সংগঠনের সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লাভলু মোহাম্মদ হাসান বলেন, ‘মানুষ মানুষের জন্য, মানব সেবাই ছায়া নীড় কল্যাণ সংস্থার মূল উদ্দেশ্য। এ শ্লোগান নিয়ে মানবতার সেবার লক্ষ্যে ২০২০ সালের পহেলা জানুয়ারি সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিনিয়ত অসহায় ও দরিদ্র মানুষদের পাশে থেকে সংগঠনটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। অস্বচ্ছল পরিবারের চিকিৎসা সহায়তা ও দুস্থ্য পরিবারের মেয়ের বিবাহে আর্থিক সহায়তা প্রদানসহ দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়তা করেছেন সংগঠনটি। ভবিষ্যতেও তাদের সংগঠনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ছায়া নীড় কল্যাণ সংস্থা সর্ব প্রথম সমাজ কল্যাণ ফান্ড নামে পথচলা শুরু করে। তবে ২০২৩ সালের পহেলা জানুয়ারিতে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এর নাম পরিবর্তন করা হয়।
এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিপু আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-প্রচার সম্পাদক আদনান ইউসুফ, সহ-দপ্তর সম্পাদক আল-আমিনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।