সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশী এলাকায় “ইকরাশী বেগম আয়েশা মহিলা মাদরাসা ও ইসলামী একাডেমি” এর বার্ষিক ফলাফল ও পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে ডাঃ আল-মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ সময় মাদরাসার বিভিন্ন দিক তুলে ধরে মাদরাসার ডিসিপ্লিন বিষয়ে আলোচনা করেন এবং পাশাপাশি ছাত্রছাত্রীদের ইউনিফর্ম ব্যবহারে বাধ্যতামূলক হতে হবে বলেও জানান মাদরাসার পরিচালক নাঈম তালুকদার।
বক্তরা অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনার সন্তানকে ইসলামীক আধুনিক শিক্ষায় শিক্ষিত করুন। ইসলামীক আলোকে জীবন গড়–ন। আপনাদের সহযোগিতায় আজ আমাদের এই মাদরাসা টিনের ঘর থেকে ভবন নির্মাণ করতে পেরেছি। তাই সব সময় আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনার ইকরাশী বেগম আয়েশা মহিলা মাদরাসা ও ইসলামী একাডেমিতে আপনাদের সন্তানকে ভর্তি করিয়ে মাদরাসাকে আরও এগিয়ে যেতে সহযোগিতা করুন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন চাঁন, প্রধান শিক্ষক মাওলানা সানাউল্লাহ হুজুর, ব্যাংকার সুজন মাহমুদ, রাইপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাজাদা, মাদরাসার শিক্ষক মাওলানা কাশেম হুজুর, শিক্ষক মাওলানা হাশেম হুজুর, শিক্ষক মোঃ ইসমাইল হোসেন।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন রিপন হোসেন, রাসেল হোসেন, মাসুদ রানা, শিক্ষার্থীদের অভিভাবক, ছাত্রছাত্রীসহ এলাকার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিব রহমান হাবিব।