নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডার গার্টেনে বার্ষিক পরীক্ষার ফলাফল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিরাজ মিয়া এর সভাপতিত্বে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠান বিদ্যালয়ের কার্যক্রম চলমান রাখতে ২০২৩ সালের নতুন শিক্ষার্থীদের এগিয়ে আনতে অভিভাবকদের সহায়তা চান প্রধান শিক্ষক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত হোসাইন ও বিশেষ অতিথি সমাজকর্মী মনির হোসেন, কাজী আব্দুল আওয়াল, মো. মোজাম্মেল, মো. ওয়াদুদ মোল্লা।
শিক্ষক প্রতিনিধি সিরাজুল ইসলাম এর সঞ্চালনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মাহমুদুল হাসান তুষার, বিদ্যুৎসাহী সদস্য আব্দুল মান্নান মাষ্টার, অভিভাবক সদস্য রিমি আক্তার, মনিরা বেগম, আয়েশা আক্তার, রুনা আক্তারসহ শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীসহ আরও অনেকে।