29 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নিরলস কাজ করছেন : সালমান এফ রহমান

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। কেন না ‘ডিজিটাল বাংলাদেশ’ ঘোষণা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। প্রধানমন্ত্রী দক্ষতার সাথে সে সমালোচকদের মূখ্য জবাব দিয়েছেন। এটা সম্ভব হয়েছে একটানা ক্ষমতায় থেকে কাজ করে যাওয়ার কারনে। এখনকার শ্লোগান ‘স্মার্ট বাংলাদেশ’। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবং সফল হবেনও ইনশাআল্লাহ। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার খালপাড় সোনাহাজরা মুফিজিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার শতবর্ষপূর্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন চলে আসছে। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তাই আগামীর সংসদ নির্বাচনে দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসন থেকে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কঠোর পরিশ্রম করছেন। দেশের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় কাজ কর্ম নিয়েও ব্যস্ত থাকেন তিনি। এই দেশে প্রথম ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছেন।

তিনি বলেন, বর্তমান আধুনিকতায় নতুন প্রযুক্তির সাথে মিল রেখে মাদরাসার শিক্ষক ও ছাত্রদেরকে এগিয়ে যেতে হবে। তিনি এ সময় মাদরাসার উন্নয়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লক্ষ্য টাকার অনুদানের চেক পরিচালনা পর্ষদের সভাপতির হাতে তুলে দেন।

শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক ও মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া এর সভাপতিত্বে আরও স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি মাদরাসার সরকারি করনের দাবী জানান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এমপি, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদার।

অনুষ্ঠান শেষে এমপি গালিমপুর রাহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন, ইছামতি মহাবিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার, কলাকোপা হরেকুষ্ণ কুসুমকলি বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও সেই সাথে নবাবগঞ্জ এতিমখানা ও দাখিল মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেন ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীরা সালমান এফ রহমানকে সাথে নিয়ে উপজেলা পরিষদে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সালমান এফ রহমান দোহারের মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র ও মৎস্য অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের মাঝে গবাদিপশু বিতরণ ও বিলাসপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন করেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!