31 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দোহারে “শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ” (সিজন-৩) জাকজমক ভাবে উদ্ভোধন অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

রিপন মোল্লা :
ঢাকার দোহারে “শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ-২০২২/২৩ (সিজন-৩)” এর শুভ উদ্ভোধনী খেলা জাকজমক ভাবে নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধায় শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের মাঠে শিলাকোঠা বাসীর আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

উদ্ভোধনীয় খেলায় সুলতান অফ শিলাকোঠা বনাম শিলাকোঠা ফ্রেন্ডস পাওয়ার অংশ গ্রহন করেন। প্রথমে সুলতান অফ শিলাকোঠা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে সুলতান অফ শিলাকোঠা নির্ধারিত ১৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৮ রান করতে সক্ষম হয়। তার জবাবে ১৪৯ রানের টার্গেট নিয়ে শিলাকোঠা ফ্রেন্ডস পাওয়ার খেলতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ১১৮ রান করে পরাজিত বরণ করেন।

এ সময় উপস্থিত অতিথি ও হাজার হাজার দর্শকদের আনন্দ উল্লাসে মেতে উঠে মাঠের কানায় কানায়। খেলায় নারী দর্শকদের উপস্থিতিও ছিল বেশ। খেলায় ম্যান অফ দি ম্যাচ হন বিজয়ী সুলতান অফ শিলাকোঠা দলের মোঃ রুহুল।

উদ্ভোধনী খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ী কলেজের আহবায়ক অ্যাডভোকেট রমজান আলী শিকদার ও খেলাটি উদ্ভোধন করেন বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এ.কে.এম রবিউল হাসান।

এছাড়াও শীলাকোঠা নাইট ক্রিকেট লীগ এর আহবায়ক মোঃ হুমায়ূন কবির মোয়াজ্জেম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শীলাকোঠা নাইট ক্রিকেট লীগ এর প্রধান উপদেষ্টা লুৎফর রহমান মোল্লা, কোঠাবাড়ী কলেজেরে প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মহসিন উদ্দিন আহমেদ দিপু, অ্যাডভোকেট আরাফাত কাউসার, অ্যাভোকেট মোতাহার হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মশিউর রহমান মোল্লা, প্রবাসী রিপন মোল্লা, তিতাঁস গ্যাসের উপ-ব্যবস্থাপক আমজাদ হোসেন, সমাজ সেবক সেলিম বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম বেপারী, প্রবাসী লিটন শেখসহ নাসির উদ্দিন অপু, কাজী শাহজাহান, ই¯্রাফিল ফকির, সেলিম মোল্লা, নজরুল ইসলাম, জাকির শরীফ, জাহিদ মন্ডল, শেখ নাজমুল, রিপন তালুকদার, আব্দুল আউয়াল আজাদ, আরিফ মোল্লা, শাওন ইসলাম বাদশাসহ শিলাকোঠা এলকার একঝাঁক উদয়মান তরুন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ রবিউল আউয়াল ও আবুল খায়ের রুবেল। পরিচালনায় ছিলেন খন্দকার জহিরুল ইসলাম চঞ্চল।

খেলাটির ধারাভার্ষে ছিলেন প্লাবন পলাশ ও আশ্রাফ হোসেন খান এবং আম্পায়ারের দায়িত্বে ছিলেন ওয়াসিম হোসেন ও জুলহাস হোসেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!