নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার এম. মুহীয়্যূদদীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংর্বধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়। এ সময় ২০২২ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষা ফলাফলও ঘোষণা করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভ‚ইয়া কিসমতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য এম মাহমুদুল হাসান ভূইয়া দোলন, কো-অপ্ট সদস্য শেখ মো. শাহীন, প্রধান শিক্ষক আব্দুল হক ফুয়াদ, সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায়।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানটি মো. বজলুর রহমান এর সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আওলাদ পত্তনদার, সোহেল রানা মুক্তার, শিক্ষার মান উন্নয়ন কমিটির আহবায়ক রাকিবুল ইসলাম মকু, মহিলা অভিভাবক সদস্য আফসানা রহমান, মেম্বার রাজা মিয়া, শিক্ষক প্রতিনিধি মাও মো. আবু ছালেহ, মো. জাহাঙ্গীর আলম, মহিলা শিক্ষক প্রতিনিধি তাসলীমা খাতুন, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।