সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট থেকে পদ্মা নদীর ৪/৫ কিলোমিটার ভেতরে পদ্মার চরে ট্রলারে আটকে পড়া ২৪ জনকে উদ্ধার করেছে দোহার কুতুবপুর নৌ-পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নৌ-পুলিশ।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৮ ডিসেম্বর) সকালে দোহার উপজেলার নারিশা গ্রামের একটি পরিবার তাদের ২৪ সদস্য নিয়ে ট্রলার যোগে ফরিদপুরের পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ি দেখতে যায়। পরে তাদের ভ্রমন শেষে ফরিদপুর থেকে দোহারের উদ্দেশ্যে ফেরার পথে ঘন কুয়াশার কারনে দিক হারিয়ে চরভদ্রাসন থানার ঝাউকান্দা এলাকার পদ্মা নদীর চরে ট্রলারটি আটকা পড়ে।
এ সময় জাতীয় সেবা ৯৯৯-এ উদ্ধারের সাহায্য চেয়ে ফোন করলে কুতুবপুর নৌ- পুলিশের একটি টিম বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে তাদেরকে উদ্ধার করে।
দোহার কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাতীয় সেবা ৯৯৯-এ ফোন পেয়ে চরভদ্রাসন থানার ঝাউকান্দা এলাকায় পদ্মা নদীর চরে ট্রলারে আটকে পড়া পরিবারটিকে বৃহস্পতিবার ভোরে উদ্ধার করা হয়েছে।