29 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দোহারে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকা দোহার উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে এ শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা হয়। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় দোহার উপজেলার দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে জানানো হয় দোহারে ৩৭টি স্কুলের মধ্যে থেকে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা উপকরণ দেওয়া হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে একলাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, যারা বিদেশে থাকে তারা তাদের রেমিট্যান্স দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের দেশ আজ তাদের জন্যই এত শক্তি শালী হয়েছে। আমরা দেশকে দুর্নীতি মুক্ত করতে পারলেই বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের আশা পূরণ হবে। আমাদের সবাইকে দেশকে ভালবাসতে হবে, সে জন্য সকলকে দুর্নীতি মুক্ত থাকতে হবে। আইন করে দুর্নীতি দমন করা যাবে না, আমাদের সকলকে বয়কট করতে হবে দুর্নীতিকে আর আমরা বিশ্বাস করি এতে আমাদের সুফল আসবেই।

দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহযোগীতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোবাশ্বের আলম, দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম, বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সরুজ, দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণ, সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!