নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সদরের সংবাদপত্র বিক্রেতা, পানালিয়া গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রোববার রাত সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
পরিবার সূত্র জানায়, রোববার বিকাল ৩টার দিকে নবাবগঞ্জ হাট থেকে বাড়িতে ফেরার সময় রাস্তায় পরে যান। স্বজনরা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন। রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
সোমবার বাদ জোহর পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ পানালিয়া-সমসাবাদ সামাজিক কবরস্থানে দাফন করা হয়।