নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন পরিচালক (হাসপাতাল) ও অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নাজমুল হক খান।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নাজমুল হক খান বলেন, করোনার নতুন ধরন বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। অতংকিত নয় সচেতন থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। অন্যকেও সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি সভায় চিকিৎসার মান উন্নয়নে সকলের মতামত গ্রহন করেনএবং সেই সাথে হাসপাতালের সেবার মান উন্নয়নে তাগিদ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কালীপদ হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. মেজবাহ উদ্দিন, ডা. মেজবাহ আহমেদ, সাংবাদিক খালিদ হোসেন সুমন, সিস্টার রোকেয়া সুলতানাসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে নাজমুল হক খান এ উপজেলায় করোনা টিকার ৪র্থ ডোজ প্রদান উদ্বোধন করেন।