27 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দিবস উদযাপন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদক :
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদে মেট্রো রেল প্রকল্পে কর্মরত সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী কর্মীর অংশ গ্রহণে ‘’বাংলাদেশ দিবস’’ উদযাপিত হয়েছে। এ অনুষ্ঠানে BACS South Village এর ম্যানেজার ক্যাম্পস ও সার্ভিস মি: কানসু, পরিচালক (বিতরণ) হেন্না গাহউই, ওয়েলফেয়ার অফিসার মি: রাজেশ ভার্গিস বাংলাদেশ দূতাবাসের কর্মাকর্তাগণকে স্বাগত জানান।

এ সময় বাংলাদেশের ৫১ তম বিজয় দিবস উপলক্ষে কেক কাটা হয়। পরে বাংলাদেশী অভিবাসী কর্মীরা স্বতঃস্ফূর্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরিশেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মোঃ আবুল হাসান মৃধা । এ সময় তিনি রিয়াদ মেট্রো রেল প্রকল্পে কর্মরত বাংলাদেশের কর্মীদের জন্য বিজয়ের মাসে “বাংলাদেশ দিবস” উদযাপনের আয়োজন করায় BACS South Village কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল হাসান মৃধা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গতিশীল নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা অভিবাসী কর্মীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য সকল প্রবাসীকে আহবান জানান।

এছাড়াও তিনি কর্মীদেরকে সৌদি আরবের আইন-কানুন মেনে সততার সাথে কাজ করে বাংলাদেশের সম্মানকে সমুজ্জ্বল রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বী অভিবাসী কর্মীদের কল্যাণে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।

সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ তৌফিকুর রহমান সোনালী ব্যাংকের পরিসেবাসমূহ সম্পর্কে ধারণা দেন এবং যাদের ব্যাংক একাউন্ট নাই তাদেরকে ব্যাংক একাউন্ট খোলার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।

এ সময় অনুষ্ঠানে শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব মোহাম্মদ আলমগীর হোসেন ও দ্বিতীয় সচিব মোঃ মহসিন আল-ফারুক উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!