31 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নবাবগঞ্জে ফসলি জমির মাটি কাটায় চার জনের কারাদন্ড

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাতের আধারে ফসলি জমির মাটি কাটার সময়ে ৪ হোতাসহ ১৪৭ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙাভিটা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হালিম।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের মধ্যে ৪ জনকে ভ্রাম্যমান আদালত এক মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন এবং বাকী ১৪৩ জন শ্রমিককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, মোঃ শাওন (২৭), জুলহাস (৩০), রবিন ঢালী (২৮) ও মহিউদ্দিনকে (৩৫)। সাজাপ্রাপ্ত চার জনই মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসীন্দা বলে জানা গেছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর মৌজার ভাঙাভিটা এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। প্রশাসন থেকে গত সপ্তাহে ৭ ধারার নেটিশও জারি করা হয়েছে। তা সত্তেও ফসলি জমির মাটি কাটছে মাটি খেকোরা। পরে এমন কর্মকান্ডের খবর পেয়ে সোমবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ৭টি ট্রলারসহ ১৪৭ জনকে আটক করেন। ভ্রাম্যমান আদালত ৪ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বাকী ১৪৩ জন শ্রমিককে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, মাটিকাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্ত ৪ জন আসামীকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ( ভ‚মি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হালিম বলেন, জমির শ্রেণি পরিবর্তন, অবৈধভাবে বালু উত্তোলন এবং মাটি কেটে নেয়ার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!