নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে প্রবীণ, প্রতিবন্ধী ও মাদক বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কারিতাসের কর্মসূচী কর্মকর্তা ফরিদ আহম্মদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন কারিতাসের আঞ্চলিক ফোকাল পার্সন জুয়েল পি রিবেরু।
কারিতাস ঢাকা অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা নির্ণয় নরবার্ট শর্মার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মোল্লা, আশাগৃহ প্রতিবন্ধী সেন্টারের ইনচার্জ সিষ্টার মেরী সূধা, কারিতাসের এরিয়া ম্যানেজার একেএম শহীদুল্লাহ, সমাজকর্মী টমাস রোজারিও, এ্যাডভোকেট নাসির উদ্দিন, নরেশ চন্দ্র সরকার ও হরিদাস সরকার প্রমুখ।
এনজিও কারিতাসের এসডিডিবি প্রকল্প ঢাকা অঞ্চল এর আয়োজনে অনুষ্ঠানে ২ জনকে চিকিৎসা বাবদ, ৪ জন প্রতিবদ্ধী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা ও ৩ জন কৃষককে আর্থিক সহায়তা দেয়া হয়।
অনুষ্ঠান শেষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের কেক কাটা হয়।