রিপন মোল্লা :
ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা এলাকায় শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ ২০২২-২৩ (সিজন-৩) টুর্নামেন্ট এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী ৩১ ডিসেম্বর এই নাইট ক্রিকেট লীগ খেলাটি উদ্বোধন করা হবে বলে জানান আয়োজকরা।
শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ (সিজন-৩) টুর্নামেন্টে যে আটটি দল অংশ গ্রহণ করবেন তারা হলেন, শিলাকোঠা কিংস, শিলাকোঠা ওয়ারিয়র্স, শিলাকোঠা ফ্রেন্ডস পাওয়ার, সুলতান অব শিলাকোঠা, শিলাকোঠা বেস্ট ইলেভেন, শিলাকোঠা ভেটারান্স, শিলাকোঠা হান্টার্স, শিলাকোঠা ডায়নামাইটস দল।
শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ এর আহবায়ক হুমায়ূন কবির মোয়াজ্জেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের আহবায়ক অ্যাডভোকেট রমজান আলী শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রমজান আলী শিকদার বলেন, আমি মনে করেছিলাম আমরা যারা আছি তারাই ভাল, সৃজনশীল কৃতিত্বের অধিকারী হব। তবে আমি মনে করে ছিলাম আমাদের যারা ছোট ভাই বোনেরা আছে তারাও সৃজনশীলতায় আসবে তবে অনেকটা সময় লাগবে কিন্তু আমার এ ধারনা ভুল। তারা অনেক অল্প সময়ের মধ্যেই সৃজনশীলতায় যোগ্যতা অর্জন করেছে তারই বহিপ্রকাশ আজকের এই সাফল্যে। আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি ও শুভ কামনা জানাচ্ছি।
তিনি বলেন, ভবিষ্যতে এই ধরনের ভাল কাজের সাথে আমি সব সময় আপনাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করবো।
এ সময় প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানটি উদ্ভোধন করেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল।
শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ ২০২২-২৩ (সিজন-৩) এর আয়োজকরা জানান, আমাদের এই খেলাটির মূল উদ্দেশ্যেই হচ্ছে আজকের এই তরুন যুবকদের জন্য। তারা যেন কোন খারাপ কাজে বা বিপথে না যায়। খেলার মধ্যে দিয়ে যুবকদের ভাল কাজে উৎসাহিত করা আমাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুবকদের সচেতন করে ভালভাবে পড়া-শুনার পাশাপাশি খেলার প্রতি উৎসাহিত করা।
আয়োজকরা বলেন, আমাদের এই শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ টিম এর মাধ্যমে আমরা বিভিন্ন সময় গরীব ও অসহায় মানুষকে সহযোগিতা করে থাকি। তাই আমরা চাই আমাদের সাথে সবাই আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখবে।
আয়োজকরা আরও বলেন, আজকের এই শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ ২০২২-২৩ (সিজন-৩) এর আয়োজনের জন্য আমাদের এলাকার অনেকেই অনেক শ্রম-ঘাম দিয়েছেন আমারা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের শিলাকোঠা এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা আজকের এই অনুষ্ঠানটি সফল করতে আমাদের অর্থ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি ভালোবাসাসহ অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় শিলাকোঠা এলাকাবাসীর আয়োজনে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের প্রতিষ্ঠিতা সদস্য ও ভেটারান্স স্কুলের সভাপতি আলহাজ্ব মোঃ মহসিন উদ্দিন আহমেদ দিপু, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, রাইপাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ এর প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান মোল্লা,
এ ছাড়াও আবুল খায়ের রুবেল ও মোঃ রবিউল আউয়াল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক সেলিম বেপারী, আব্দুল আউয়াল আজাদ, মনিম খান, আমজাদ হোসেন, আনোয়ার পারভেজ, নাসির উদ্দিন অপু, আব্দুর রাজ্জাক, চঞ্চল হোসেন, আরিফ মোল্লা, বাদশ মন্ডল, আরিফ বেপারী, মোঃ জাহিদ, রিপন মোল্লা, নাজমুল হোসেন, মোঃ লোকমানসহ আরও অনেকে।