নিজস্ব প্রতিবেদক :
নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় ঢাকার দোহার উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।
শুক্রবার ১৬ (ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির শুরু করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার থানা (ওসি) মোঃ মোস্তফা কামাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নূরুলহক বেপারী, সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণসহ আরও অনেকে।
পরে উপজেলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধে শহীদদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি, অভিবাদন মঞ্চ, কুচকাওয়াজ, ডিসপ্লেসহ মুক্তিযোদ্ধা সংগঠন, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবি সংগঠন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেন।